ট্যুইটার গেল ইলন মাস্কের দখলে, কিনলেন নগদ ৪,৪০০ কোটি ডলারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আমেরিকা ধনকুবের ইলন মাস্ক জনপ্রিয় সোশ্যাল সাইট ট্যুইটার কিনে নিলেন সমস্ত জল্পনা সত্যি করে। আর নগদ ৪,৪০০ কোটি ডলারে কিনলেন এই পুরো সোশ্যাল মিডিয়া সাইটটি । যা ভারতীয় টাকায় যার পরিমান ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা।

টুইটার বোর্ডের তরফে ব্রেট টেলর আরও জানিয়েছেন, তারা মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করেছে দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে। পর্যবেক্ষণ করেছে মূল্য, আর্থিক এবং নিশ্চিয়তার দিকও । সিদ্ধান্ত হয় মাস্কের প্রস্তাব ঠিকঠাক। তাঁদের বিশ্বাস এটাই সবচেয়ে ভাল উপায় টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য। এদিকে টুইটারের সিইও পরাগ অগ্রবাল এও বলেন, ‘‘টুইটারের রয়েছে একটি উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা। যা প্রভাবিত করে সারা বিশ্বকে। আমি ভীষণ গর্ব অনুভব করছি আমাদের পুরো দলের জন্য ।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *