ঢিল মেরেছি সঠিক জায়গাতে , তাই ওনার গায়ে লাগছে’, অভিষেক পাল্টা চ্যালেঞ্জ দিলেন রাজ্যপালকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোমবার শ্যামনগরের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা কর্মীদের উদ্দেশে জিজ্ঞাসা করলেন , “দরজা কি খোলা রাখব ? নাকি বন্ধ করে দেব, কী চান আপনারা ?” ওপার থেকে জনশ্রুতি ভেসে এলো , “হ্যাঁ, বন্ধ করে দিন”৷ এদিকে তখন হাসি অভিষেকের মুখে, “ঠিক আছে তাই হবে ৷ বন্ধ করে দেব ৷ তবে দরজা বন্ধ করে দিলে দলটা আর অনুবীক্ষণ যন্ত্রেও খুঁজে পাওয়া যাবে না৷ তিনি এও বলেন যে বিজেপি বড় বড় কথা বলে তাঁদের দলের যাঁরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন এখনই সবাই উঠে পড়বেন তাঁদের নাম বললে৷ তাই আর বলছি না ৷” মঞ্চে তখন বসে বিধায়ক পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন, মদন মিত্র, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অর্জুন সিং, অদিতি মুন্সিদের মতো হেভিওয়েট নেতৃত্বরা ।এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন দলের পুরনো কর্মীদের পাশে থাকারও ৷

এদিকে তিনি সমালোচনাও করেন বিচার ব্যবস্থা নিয়ে রাজ্যপালের বক্তব্যের ৷ বলেন, “আমি পরশু দিন একটি সভায় বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছি । মহামান্য রাজ্যপাল তাতে বলেছেন নাকি আমি সীমারেখা অতিক্রম করেছি । সীমারেখা কে অতিক্রম করছে ? আমি বলেছিলাম বিচারব্যবস্থায় ৯৯ শতাংশ মানুষ খুব ভাল । বাকি ১ শতাংশ মানুষ যারা কিছু লোককে প্রটেক্ট করে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমি তাঁদের কথা বলেছি । আমি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছি তাতে কি যায় আসে রাজ্যপালের ? আমি সঠিক জায়গা ঢিল মেরেছি ।ওনার তাই গায়ে গিয়ে লাগছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *