দেশবাসীকে উপহার আদানিদের ,ভোজ্য তেলের দাম অনেকটাই সস্তা হল একধাক্কায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে আদানি উইলমার কমাল ভোজ্য তেলের দাম । লিটার প্রতি ৩০ টাকা কমান হল ভোজ্য তেলের দাম। এই ব্যাপারে আদানি উইলমার সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বজুড়ে কমছে ভোজ্যতেলের দাম । এই সংস্থা সেই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চায় । পাশাপাশি, সরকারও গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চায় আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য হ্রাসের সুবিধা ।

লিটার প্রতি ভোজ্য তেলের দাম কমানো হল সেই কথা মাথায় রেখেই।’ আদানির ফরচুন ব্র্যান্ড এমনিতেই অত্যন্ত জনপ্রিয় গ্রাহকদের কাছে । দাম কমায় বিশেষজ্ঞরা মনে করছেন আগামিদিনে তা আরও জনপ্রিয় হতে পারে বলেই। তবে শুধু ফরচুই ব্র্যান্ডই না। দামও কমেছে এমনকি সয়াবিন তেলেরও। আদানি উইলমারের তরফে জানানো হয়েছে দোকানগুলোর পুরনো স্টক শেষ হয়ে নতুন স্টক এলেই গ্রাহকরা তার সুবিধা পাবেন ।

গত ৭ বেশ কিছুদিন ধরেই ধারা ব্র্যান্ডের ভোজ্য তেল বিক্রি শুরু করেছে দুধ বিক্রয় সংস্থা মাদার ডেয়ারি। শুধু আদানিরাই না। মাদার ডেয়ারিও কমিয়েছে তাদের ভোজ্য তেলের দাম। সয়াবিন এবং রাইস ব্র্যান অয়েলের দাম মাদার ডেয়ারি লিটার প্রতি ১৪ টাকা করে কমিয়েছে। গত ৬ জুলাই খাদ্য মন্ত্রক একটা বৈঠক করেছে এই সব দাম কমার আগে । সেখানেই মন্ত্রক আলোচনা করেছে ভোজ্য তেলের দাম নিয়ে । বৈঠকে ভোজ্য তেল সংস্থাগুলোকে সরকার অনুরোধ করেছে গ্রাহকের কাছে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য হ্রাসের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *