দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে দার্জিলিং-এ , ঘোষণা করলেন রেলমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার বাংলার রেলের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে কংগ্রেস আমলের থেকে প্রায় তিনগুণ বেশি টাকা । এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সব রাজ্য বিজেপির দখলে নেই, সেই রাজ্যগুলিকেও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমান নজরে দেখেন, এটা তারই ফল বলে মন্তব্য করেন রেলমন্ত্রী। তিনি এও জানান, ইউপিএ আমলে যেখানে বাংলার রেলের জন্য বরাদ্দ করা হয়েছিল ৪ হাজার কোটি টাকা, সেখানে এবার প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। রেলমন্ত্রী এভাবেই পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও একটি সুখবর দিয়েছেন বাংলার জন্য। রেলমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই হাইড্রোজেন ট্রেন চালু হবেভারতের হেরিটেজ সার্কিটগুলিতে , আর সেই ট্রেন দেশের মধ্যে প্রথম চলবে শৈল শহর দার্জিলিং-এ।

এদিন রেল বাজেটে অনেক গুলি এক হাজারি প্রকল্পের কথা উল্লেখ রয়েছে। পূর্ব রেলের একাধিক প্রকল্পে এক হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। যেন এই বরাদ্দ! নেহাতই প্রকল্পকে বাঁচিয়ে রাখার জন্য যেমন সোনারপুর থেকে ক্যানিং লাইনের জন্য বা তারকেশ্বর থেকে মগরা নতুন লাইনের জন্য বরাদ্দ মাত্র এক হাজার টাকা। এরকম একাধিক প্রকল্প আছে যাতে বরাদ্দ মাত্র এক হাজার টাকা। এ ব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি রাজ্য সরকারের ওপর এর দায় চাপান। তিনি জানান, এই সব প্রকল্প নিয়ে রাজ্য সরকারের কোনও উৎসাহ নেই। রাজ্য সরকার সদিচ্ছা দেখালে টাকা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *