দেশ কাঁপছে ‘করোনাজুজু’তে! সতর্কতা জারি হল বাংলা সহ ৯ রাজ্যে !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কিছুতেই যেন কমছে না করোনা সংক্রমণ। দেশের দৈনিক সংক্রমণ যেন হু হু করে বেড়েই চলেছে। যা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। সামনেই পুজোর মরশুম। এখন থেকেই সংক্রমণে লাগাম টানা সম্ভব না হলে আগামী দিনে করোনার দাপট আরও বাড়বে বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। সেই সঙ্গে দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে যে কোন মুহূর্তেই।

ফের করোনার বিরাট হাইজাম্প দু’দিন কিছুটা সংক্রমণ কমতেই না কমতেই। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে দেশে ২১ হাজার ৫৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । যা ১৫২ দিনের মধ্যে রেকর্ড সংক্রমণ।গত কয়েকদিন দেশে সংক্রমণ ২০ হাজারের গণ্ডির মধ্যে থাকলেও একলাফে তা এদিন পার করল ২১ হাজার । দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই বাড়ল বিগত দিনের থেকে । এই সংখ্যা ছিল ২০ হাজার ৫৫৭ জন। সেই সঙ্গে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৮৭০। গতকাল এই সংখ্যা ছিল ৪০। সেই সঙ্গে দৈনিক ইতিবাচক হার ৪.২৫ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচক হার ৪.৫১ শতাংশ। এই পরিস্থিতিতে সতর্কতা জারি হল বাংলা সহ দেশের ৯ রাজ্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *