নিষেধাজ্ঞা গম রফতানিতে, আরেকবার ভেবে দেখতে আমেরিকার অনুরোধ ভারতকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গম রফতানি বন্ধ করার বিষয়টি আরেকবার বিবেচনা করে দেখুক ভারত সরকার , এমনটাই অনুরোধ করলেন রাষ্ট্রসঙ্ঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড৷ সোমবার খাদ্য সুরক্ষা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা দেখেছি ভারতের সিদ্ধান্তের রিপোর্ট৷ আমরা দেশগুলিকে উৎসাহিত করব রফতানি নিয়ন্ত্রণ না-করার জন্য ৷ এতে আরও বাড়বে দুনিয়াজুড়ে খাদ্যের অভাব৷”ভারত মূলত দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ৷ তাপপ্রবাহের ফলে গমের ফলন ঠিক না হওয়া এবং দেশের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা জানিয়ে ডিজিএফটি নিষেধাজ্ঞা জারি করে গম রফতানিতে ৷ ১৩ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয় ৷ গত এক বছরে দেশের গম এবং গমের আটার দাম গড়ে বেড়েছে ১৪ -২০ শতাংশ হারে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *