পঞ্জাবের বিভিন্ন এলাকায় কৃষকরা অবরোধ, রেল রোকো অভিযানে নামলেন কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় সমগ্র দেশ জুড়েই প্রতিবাদ, বিক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে নতুন কৃষি বিল নিয়ে। এদিকে পথে নেমে কৃষকরা বিক্ষোভে সামিলও হয়েছে এমনকি পঞ্জাব, হরিয়ানা, দিল্লির একাধিক জায়গায়। কৃষকরা কোথাও বা পথ অবরোধ, কোথাও আবার রেল রোকো অভিযানেও নেমেছেন । ইতিমধ্যেই কৃষি বিল ফিরিয়ে দিতে বিরোধীরা আবেদন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। বিরোধী সাংসদদের একটি প্রতিনিধি দল ওই বিলে রাষ্ট্রপতিকে সই না করতেও আবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাস করিয়েছে সংসদে তুমুল হট্টগোলের মধ্যেই । কেন্দ্র সংসদের দুই কক্ষেই বিল পাস করিয়েছে বিরোধীদের তুমুল আপত্তি একরকম অগ্রাহ্য করেই। বিরোধীদের তুমুল হইচইয়ের মধ্যেই রাজ্যসভায় কৃষি বিলপাস হয়ে যায় গত রবিবারই।

বিরোধী তৃণমূল থেকে শুরু করে অন্য দলের সাংসদরা বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন অধিবেশন কক্ষের মধ্যেই। আরও অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রুল বুক ছিঁড়েছেন ও ডেপুটি চেয়াম্যানের মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলেও। ‘শাস্তি’ হিসেবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন-সহ মোট ৮ বিরোধী সাংসদকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

বিরোধীরা দাবি জানিয়েছে কেন্দ্রের কষি বিল কৃষক স্বার্থের পরিপন্থী বলেই। বিরোধী সাংসদরা এমনকি কেন্দ্রকে কৃষি বিল ফিরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরাও ইতিমধ্যেই রাস্তায় নেমে বিলের প্রতিবাদে প্রতিবাদ জানাতে শুরু করেছেন।কয়েকদিন ধরেই কৃষকরা পঞ্জাব, হরিয়ানা, দিল্লির একাধিক এলাকায় পথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। শুক্রবারও ভারতীয় কিষাণ সংগঠন ও বাম সংগঠনের নেতৃত্বে কৃষকরা পথে নেমে বিক্ষোভ শুরু করেন পঞ্জাবের জলন্ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *