পোকামাকড়ের আস্তানা নয় তো আপনার ঘরের মধ্যে রাখা গাছগুলি ! একবার নজর রাখুন সেইদিকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পোকামাকড় বাসা বাঁধতে পারে আপনার ঘরের মধ্যে রাখা গাছে। তবে ঘরের মধ্যে জলের গাছ (ড্রেসিনা, মানিপ্ল্যান্ট), পাম ছাড়া অন্য কোনো গাছ না রাখাই ভালো ঘর যদি শীতাতপ নিয়ন্ত্রিত হয়। এতে চরম ক্ষতি ঘর এবং গাছ উভয়ের জন্য। সপ্তাহে অন্তত এক দিন ঘরের গাছগুলোকে রোদে দিন ভালো রাখার জন্য । তবে কড়া রোদে রাখবেন না। গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন, গোড়ায় যেন বেশি জল না জমে একসঙ্গে। বিশেষ করে গাছে জল দিতে হবে ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে এলে তবেই। যেহেতু এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে, তাই গাছে জল জমতে দেবেন না কখনোই । পোকামাকড়ের উপদ্রব দূর করার জন্য মাসে একবার কীটনাশক স্প্রে করুন ইনডোর প্ল্যান্টসে। গাছে ধুলা জমলে পরিষ্কার করে নিন তুলি বা ব্রাশ দিয়ে। মনে রাখবেন গাছের গোড়ায় যেন অন্য কোনো আগাছা না জন্মায় খেয়াল রাখুন সেদিকেও। পাশাপাশি গাছগুলো জানালার ধারে রাখার চেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *