প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম অবশেষে ভারতে পৌঁছল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ভারতে এল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম৷ প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম এসে পৌঁছয় আজ শুক্রবার সকালেই৷ সূত্র মারফত জানা গিয়েছে যে সেখানে ভারতীয় দূতাবাসের তরফে বেশি নজর দিতে বলা হয়েছে জরুরি ওষুধ ও অক্সিজেন সংক্রান্ত সরঞ্জামের দিকেই৷

সেই কারণে কী কী লাগবে, তার তালিকাও ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিতে৷ অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, অক্সিজেন কনসেনট্রেটর এবং ছোট ও বড় অক্সিজেন সিলিন্ডারের দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ এছাড়া নজর দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ থেকে রেমডিসিভির, টোসিলিজুমাব এবং ফ্যাবিপিরাভিরের মতো গুরুত্বপূর্ণ ওষুধ আনার দিকেও৷

এছাড়া জানা গিয়েছে যে ভারত নজর দিয়েছে করোনার ভ্যাকসিনের সমস্ত সরঞ্জাম আনার দিকেও ৷ ওই সূত্র জানাচ্ছে যে অধিকাংশ কাঁচামাল-সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী আনা হচ্ছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মাধ্যমে৷ আবার বিদেশ থেকে সরঞ্জাম আসছে বেসরকারি উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারগুলির উদ্যোগেও ৷ তবে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়নি ৷ তবে এই পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ দাঁড়িয়েছে ভারতের পাশেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *