ফের গণপিটুনির ঘটনা অসমে,দুর্ঘটনার গুজবে ফের ছাত্রনেতার প্রাণ গেল গণপিটুনিতে ! আশঙ্কা জনক আরও ২

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের অসমে ঘটল গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। জোরহাটে একালের বাসিন্দারা পিটিয়ে হত্যা করল এক ছাত্রনেতাকে। আরও জানা গিয়েছে গুজব ছড়িয়ে পড়েছিল একটি দুর্ঘটনার খবর কে ঘিরে। আর তারপরেই প্রায় ৫০ জন হামলা চালায় ওই ছাত্রনেতার উপর। তাঁদের বেধড়ক প্রহারেই অবশেষে মৃত্যু হয় অসমের ছাত্র সংগঠন আসুর ব্রহ্মপুত্র রিজিওনাল কমিটির এডুকেশন সেক্রেটারি নীরজ দাসের। এমনকি এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতলে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁদের অবস্থাও ঠিক নয় বলেও।

অসমে ফের গণপিটুনির ঘটনা মাথাচারা দিয়েছে। এমনকি অভিযোগ উঠেছিল উন্মত্ত জনতা তিনজনকে তখন মারধর চালিয়ে যাচ্ছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও। উন্মত্ত জনতা মারধর করে স্থানীয় এক সাংবাদিক মৃদুষ্মন্ত বড়ুয়া এবং আরেক ছাত্রনেতা প্রণয় দত্তকেও । তাঁদের তিনজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নীরজ দাস’কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁদের সেখানে চিকিৎসা করা হচ্ছে। আসুর পক্ষ থেকে এও জানানো হয়েছে স্থানীয় সাংবাদিক মৃদুস্মান বড়ুয়া তাঁদের ফোন করে জানিয়েছিল জোরহাটে উন্মত্ত জনতা বেধড়ক মারধর করছে তাঁদের নেতাকে। জানিয়েছিলেন তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন বলেও। ফোনের ওপার থেকে রীতিমত আর্তানাদ শোনা যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *