বীজপুর এলাকাবাসী ক্ষুব্ধ হল কাঁচরাপাড়া বিনোদ নগর খেলার মাঠে নেতাজির মূর্তি ভাঙ্গন নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এলাকার দুষ্কৃতীরা ভেঙে গুঁড়িয়ে দিল খেলার মাঠে দীর্ঘদিনের পুরনো নেতাজি মূর্তি। কাঁচরাপাড়া ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় সামনে এলো এমনই এক চরম অসন্মান জনক ঘটনা। এই ঘটনার জেরে এলাকা এলাকাবাসীও এমনকি ফেটে পড়েন প্রবল বিক্ষোভে।নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছিল কাঁচরাপাড়া ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদ নগর খেলার মাঠে। সেই মাঠই একমাত্র খেলার জায়গা সংলগ্ন এলাকার স্থানীয় শিশুদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে কিছু দুষ্কৃতীর দল টুকরো টুকরো করে গুরিয়ে দেয় ওই মূর্তি। পরদিন সকালে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন বিষয়টি চোখে পড়তে। কালো কাপড় ও মোমবাতি জ্বালিয়ে তারা দুষ্কৃতীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশা বিশ্বাস বলেন, বাচ্চাদের খেলার জন্য লম্বুর মাঠে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছিল। এদিন সকালে মাঠে এসে আমরা দেখি ভাঙ্গা হয়েছে নেতাজির মূর্তি । স্থানীয় প্রশাসনকে সে বিষয়টি দেখে গেছেন। যে বা যারা এই অপরাধমূলক কাজটি করেছে আমরা চাই উচিত শাস্তি হোক তাদের। বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থলে এসে পৌঁছান বীজপুর থানার পুলিশ। কারা এই দুঃসাহসিক কাজের সঙ্গে জড়িত পুলিশ প্রশাসন তাও খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *