ব্রাহ্মণ বিরোধী মন্তব্যের জের, অবশেষে গ্রেফতার ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর বাবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেলকে গ্রেফতার করা হল ব্রাহ্মণদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় ৷আদালত তাঁকে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ ৮৬ বছরের নন্দকুমার বাঘেলের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করা হয়েছিল৷

নন্দকুমার বাঘেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন,আইনের ঊর্ধ্বে নন কেউই৷ ভূপেশ বাঘেল সাংবাদিকদের এ বিষয়ে বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করা৷ যদি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি (তাঁর বাবা) কোনও মন্তব্য করে থাকেন, তাহলে আমি দুঃখিত৷আইনি পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে৷”এই নিয়ে পরে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী একটি টুইটও করেন৷ তিনি লেখেন, “ছেলে হিসেবে আমি বাবাকে শ্রদ্ধা করি ৷ তবে তিনি যে ভুল করেছেন তা আমি এড়িয়ে যেতে পারি না একজন মুখ্যমন্ত্রী হিসেবে ৷ কেউ আইনের ঊর্ধ্বে নয় আমাদের সরকারে ৷ যদি তিনি মুখ্যমন্ত্রীর বাবা হন, তিনিও নন ৷”

মূলত , মুখ্যমন্ত্রীর বাবা নন্দকুমার বাঘেল ব্রাহ্মণদের বয়কট করার ডাক দিয়েছিলেন উত্তরপ্রদেশ সফরে গিয়ে ৷ তিনি বলেছিলেন, “ব্রাহ্মণদের পাঠানো হবে গঙ্গা থেকে ভল্গা নদীর দিকে” ৷ তাঁরা বিদেশি ৷ তাঁরা আমাদের অচ্ছুৎ করে রেখেছিলেন এবং কেড়ে নিয়েছিলেন আমাদের সব অধিকার৷ গ্রামবাসীদের বলব, ব্রাহ্মণদের গ্রামে ঢুকতে দেবেন না ৷”এই মন্তব্যের পরই ব্রাহ্মণ সম্প্রদায় রায়পুরের ডিডি নগর থানায় অভিযোগ দায়ের করে ভূপেশ বাঘেলের বাবার বিরুদ্ধে৷ থানার ইনচার্জ যোগিতা খাপারদে জানান, নন্দকুমার বাঘেলের একটি মন্তব্যে আপত্তি জানিয়েছে ব্রাহ্মণ সম্প্রদায় এবং তারা সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ দায়ের করেছে তাঁর বিরুদ্ধে৷ নন্দকুমার বাঘেলকে গ্রেফতার করা হয় সেই মামলার প্রেক্ষিতেই ৷ ডিডি নগর থানার পুলিশ তাঁকে আদালতে পেশ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *