মাছ অপ্রতুল বাজারে , বাড়ল মুরগির ডিমের দাম, নাভিশ্বাস উঠলো মধ্যবিত্তের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এদিকে জুন মাসের শেষ সপ্তাহ। এখন টান পড়তে শুরু করেছে মধ্যবিত্তের পকেটও। কিন্তু তবুও তো যেতেই হয় বাজারে। মুরগির মাংসের দাম বেড়েছিল বেশ কিছুদিন ধরেই, এবার পাল্লা দিয়ে বাড়ছে মুরগির ডিমের দামও। আর ওই দাম বাড়ায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই চরম সমস্যায় পড়ছেন । কারণ, দাম বাড়ায় ক্রেতাদের দেখা খুব একটা মিলছে না বাজারে, তাই ডিম বিক্রিও হচ্ছে না।

ক্রেতারা জানান, ডিম তো সাধারণ মানুষের প্রায়দিনই লাগে । কিন্তু সেই ডিমের দাম বৃদ্ধিতে ক্রেতারা চরম সমস্যায়। পাশাপাশি বিক্রেতা জানান, বাজারেও ক্রেতার দেখা নেই । আসলে দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন ।মৎস্যপ্রিয় মধ্যবিত্ত বাঙালির ইলিশ কেনার সাধ থাকলেও হয়তো কুলোচ্ছে না সাধ্যে। ২০০০ টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। ইলিশের পাশাপাশি আগুন ছোঁয়া অন্যান্য মাছেরও দাম । বাজারে মাছ থেকে মাংস কিনতে গেলেই ছেঁকা খেতে হচ্ছে। পাশাপাশি এবার তারা সমস্যায় পড়েছে ডিমের দাম বাড়াতেও।হাতিবাগান বাজারে পোল্ট্রির ডিম বিক্রি হচ্ছে ৬টাকা করে পিস । ৩০টা কিনলে দাম ১৭০ টাকা। অন্যদিকে গড়িয়াহাট বাজারে মুরগির ডিমে সাড়ে ৬ টাকা করে বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *