মুম্বইয়ে বস্তির উপর হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ল প্রবল বর্ষণের জেরে , মৃত কমপক্ষে ১১ জন, আহত ৭

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রবল বর্ষণের জেরে গভীর রাতে বহুতল ভেঙে পড়ল মুম্বইয়ের মালাডে এলাকায়।পাশের একটি বস্তিতে ভেঙে পড়ে দোতলা ওই বাড়িটে। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বুধবার গভীর রাতের এই ঘটনায়, গুরুতর জখম হয়েছেন ৭ জন। জানা গিয়েছে এদিন দিনভর বৃষ্টির জেরেই এই বিপত্তি ঘটেছে বলে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়েছেন কি না খোঁজ চলেছে তাঁরও।উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বৃহন্মুম্বই পুরনিগমের বিপর্যয় মোকাবিলা সেল জানিয়েছে, গভীর রাতে বহুতলটি ভেঙে পড়ে মালাডের মালওয়ানি এলাকার আবদুল হামিদ রোডে নিউ কালেক্টর কম্পাউন্ডে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছন স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।তাঁরা পাশের একটি ময়দানে নিরাপদে রাখেন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে।

ডেপুটি পুর কমিশনার প্রভাত রাহাংদালে জানিয়েছেন, এখনও ধ্বংসস্তূপে আটকে থাকার সম্ভাবনা রয়েছে কমপক্ষে তিনজনের। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *