রাজ্য সরকার ৩ শতাংশ ভাতা বাড়াল পার্শ্বশিক্ষকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে ফের মাস্টার স্ট্রোক দিল তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটের দিনই ঘোষণা করেছিলেন, ৩% বৃদ্ধি করা হবে পার্শ্বশিক্ষকদের ভাতা। রবিবার সেই ঘোষণা মতোই বাড়ানো হল পার্শ্বশিক্ষকদের মাসিক ভাতা। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত কার্যকর হতে চলেছে এ রাজ্যের ৩ শতাংশ হারে ভাতাবৃদ্ধির সিদ্ধান্ত। এদিকে পার্শ্বশিক্ষকদের যে আন্দোলন চলছিল বেতন বৃদ্ধির দাবিতে এবং বেতন কাঠামো নির্দিষ্ট করার দাবিতে অবশেষে তাদের কিছুটা হলেও শান্ত করতে পারল রাজ্য প্রশাসন।

প্রসঙ্গত,পার্শ্বশিক্ষকরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন বেতন কাঠামো নির্দিষ্ট করার দাবিতে। তাঁদের আরও অভিযোগ ছিল রাজ্য সরকারের কাছে বারবার এ নিয়ে দরবার করেও কোনও সুরাহা তাঁরা পাননি বলেও। তাই পার্শ্বশিক্ষকরা আরও জোরদার আন্দোলন শুরু করেন ২০২১-এর বিধানসভা নির্বাচনের মুখেই বছরের শুরু থেকেই। মূলত ১৮ জানুয়ারি থেকে রীতিমতো মঞ্চ বেঁধে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ শুরু হয় সল্টলেকে বিকাশ ভবন সংলগ্ন জায়গায়। এমনকি অনেকে অসুস্থও হয়ে পড়েন শীতের মধ্যে খোলা জায়গায় এভাবে অবস্থান চালিয়ে যাওয়ায়। কিন্তু কেউ আন্দোলন থেকে সরে আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *