হার না মানা লড়াই জারি স্বপ্ন পূরণের লক্ষ্যে , হাবড়ার টুকটুকি নতুন ব্যবসায়ে চায়ের দোকানের পর !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : টুকটুকি দাস নুডলস ব্যবসায় নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন চায়ের দোকান ছেড়ে। হ্যাঁ নামটা এখন সকলের পরিচিত। চাকরি মেলেনি এম.এ পাশ করেও। সংসারের হাল ধরতে অগত্যা হাবড়ার টুকটুকি পেশা হিসাবে বেছে নেন চায়ের দোকানকেই। এবার তাঁর একমাত্র স্বপ্ন নুডুলস ব্যবসায়ে নাম । সেই সঙ্গে টুকটুকি জানিয়েছেন একটি ক্যাফে খোলার ইচ্ছার কথাও । একচিলতে চায়ের দোকান বুকে আগলে স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল ‘চায়েওয়ালি’ টুকটুকি এই খবর সমাজে ব্যাপক তোলপাড় ফেলেছিল। প্রশ্ন উঠেছে চাকরি বাকরির বেহাল দশা নিয়েও।

করোনা পরিস্থিতি এক ভয়ঙ্কর অভিশাপ বয়ে নিয়ে এসেছে মানুষের জীবনে। সংসার চালাতে উচ্চ শিক্ষিত হয়েও এমন অনেক পেশাকে বেছে নিয়েছেন অনেকেই। হাবড়ার কৈপুকুরের বাসিন্দা টুকটুকি দাসের চায়ের দোকান এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল সমাজকে। টুকটুকি ইংরেজিতে স্নাতক পাশ করে হাবড়া শ্রীচৈতন্য কলেজ থেকে। ইংরেজিতে স্নাতকোত্তর হয়েছেন রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও। এমএ পাশ করলেও চাকরি মেলেনি অনেক চেষ্টার পরেও।

তবে লড়াই থামাননি টুকটুকি, শুরু হয় তাঁর ইউটিউব ঘাঁটা। ইউটিউব থেকেই চা বিক্রির ভাবনা টুকটুকির মাথায় আসে। ইউটিউবেই এক দিন খোঁজ পান মুম্বইয়ের এক চায়ের দোকানের। সেটিও উচ্চশিক্ষিত এক যুবক তৈরি করেছেন। ইংরেজিতে এমএ পাশ টুকটুকি সিদ্ধান্ত নেয় চায়ের দোকান খোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *