২৫টি রুটের বাস মালিককে শোকজ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে , ‘‌লাস্ট ওয়ার্নিং’‌ রাজ্যের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় দীর্ঘদিন বাস চলাচল বন্ধ থেকেছে করোনার কারণে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এমনকি জ্বালানির দামও। আর তারপর বাসমালিকরা লকডাউনের পর নিজেরাই ভাড়া বাড়িয়েছিল অনুদানের নামে। এক লাফে এমনকি ভাড়া বাড়ানো হয়েছিল প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ। সাত টাকার ভাড়া করে দেওয়া হয়েছিল ১০ টাকা। ন’‌টাকার ভাড়া বাড়িয়ে ১৫ টাকা করে দেওয়া হয়েছিল। যা নিয়ে নিত্যযাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের প্রায়শই বচসা বেধে যেত। একাধিক অভিযোগও এসেছিলো এমনকি পরিবহন দপ্তরের কাছেও। কিন্তু মালিকরা ভাড়া কমাননি তা সত্ত্বেও।

আর ঠিক এরপরেই পরিবহন দপ্তর বিশেষ ভাবে তত্‍পর হয়। ভাড়া নিয়ন্ত্রণে মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর বা এমভিআইরা চলন্ত বাসে হানা দেয় । পরিবহন দপ্তর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে শোকজ করে প্রায় ২৫টি রুটের বাসমালিককে। পরিবহন দপ্তরের তরফে অভিযুক্ত বাসমালিকদের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল ৩০ সেপ্টেম্বরের পর সোমবারও। ডেকে পাঠানো হয় এমনকি ৩সি/১, ২৪০, গড়িয়া-‌বিবাদি বাগ রুটের মিনিবাস, ২৫৯, ১২ সি/ওয়ান, ১২ সি, ১২-‌এ সহ আরও বেশ কয়েকটি রুটের মালিকদেরও। তাঁদের আরও জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে বাড়তি ভাড়া নিলে পারমিট বাতিল করা হবে বলেও। এই প্রসঙ্গে সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‌দু’তিন টাকা স্টেজপ্রতি যে বাড়ানো হয়েছে, সেটা নেওয়া হোক। কিন্তু তা সমর্থনযোগ্য নয় তার থেকে বেশি নেওয়া হলে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *