Amazon-এ ফের ছাঁটাই হচ্ছে ৯,০০০ কর্মী , কারণ জানালেন সিইও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কর্পোরেটে কর্মরতদের জন্য একেবারেই মোটে ভাল নয় এই বছরের শুরুটা । গুগল, মাইক্রোসফট, টুইটার, ফেসবুক। ক্রমশই দীর্ঘ হয়েছে তালিকাটা। একদিকে আর্থিক মন্দার ঢেউ আছড়ে পড়েছে সমগ্র বিশ্বজুড়ে। আর প্রযুক্তি সহ একাধিক সংস্থা নিজেদের কর্মীদের ছাঁটাই করে যাচ্ছে দক্ষ ও অদক্ষ নির্বিশেষে। মূলত সংস্থাগুলি এই পথে হেঁটেছে নিজেদের লাভের পরিমাণ টিকিয়ে রাখতে এবং সংস্থার খরচে রাশ টানতেই। এবার পালা অ্যামাজ়নের। এই সংস্থা ঘোষণা করেছে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের। তবে এটাই প্রথম নয়। এই নিয়ে অ্যামাজ়নের কর্মী ছাঁটাই হচ্ছে দ্বিতীয়বারের জন্য।

সংস্থার সিইও অ্য়ান্ডি জ্যাসি জানিয়েছেন কর্মীদের চাকরি হারানোর বিষয়ে । সেইসব কর্মীদের উদ্দেশে বার্তায় তিনি বলেছেন, অ্যামাজ়ন বর্তমানে যাচ্ছে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে। তাই সংস্থার খরচ কমাতে তাদের হাঁটতেই হচ্ছে এই পথে। তবে এই প্রথম তাদের কর্মী ছাঁটাই করছে না ই-কমার্স সংস্থা। এর আগে জানুয়ারি মাসেই প্রায় ১৮ হাজার কর্মীদের বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল অ্যামাজ়ন। এবার সংখ্যাটা ৯ হাজার। অর্থাৎ নিজেদের ওয়ার্ক ফোর্স থেকে এই ই-কমার্স সংস্থা বাদ দিল মোট ২৭ হাজার কর্মী ।

ইমেলে জ্যাসি এও উল্লেখ করেছেন, “আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় ৯০০০ কর্মী পদ বাতিল করা হবে। বেশিরভাগ এডাব্লুএস, পিএক্সটি, বিজ্ঞাপন এবং টুইচে। এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা দীর্ঘমেয়াদে এটাই সংস্থার জন্য সেরা উপায় বলে মনে করছি।”আর এর জন্য় দীর্ঘ মেয়াদে সংস্থার জন্য লাভজনক তা জানিয়েছেন জ্যাসি। এদিকে এই ছাঁটাইয়ের প্রক্রিয়া এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *