CAA কার্যকর হতে দেবেন না রাষ্ট্রপতি হলে , বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহা দিলেন এমনি এক আশ্বাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাষ্ট্রপতি হলে যাতে সিএএ প্রয়োগ ঠেকানো যায়, যশবন্ত সিনহা তা একরকম নিশ্চিত করতে চান । আর মাত্র তিনদিন পর অর্থাৎ ১৮ জুলাই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে গতকাল বৃহস্পতিবার তিনি এমনটাই জানালেন অসমে নির্বাচনী প্রচারে এসে । প্রাক্তন এই বিজেপি নেতার দাবি, মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার বোকার মত তাড়াহুড়োয় সিএএ আইনের খসড়া তৈরি করেছে। তার ফলে তারা এই আইন কোনো ভাবে প্রয়োগ করতে পারছে না। যশবন্ত সিনহা এও বলেন, ‘নাগরিকত্ব আইন অসমের অন্যতম প্রধান ইস্যু। সরকার সিএএ প্রয়োগ করতে চেয়েছিল গোটা দেশে । কিন্তু, পারেনি। এর আগে সরকার করোনার অজুহাত দিয়েছিল সিএএ চালু করতে না-পারার জন্য ।

কিন্তু, এখনও তারা প্রয়োগ করতে পারছে না এই আইন। কারণ, তাড়াহুড়োয় বোকার মত এই আইনের খসড়া তৈরি করেছে সরকার ।’যশবন্ত সিনহা অভিযোগ করেন, ‘বর্তমানে চরম সংকটে দেশের সংবিধান। কোনও বহিরাগত শক্তি না। এজন্য খোদ কেন্দ্রের ক্ষমতাসীন দলই একমাত্র দায়ী । আর, সেই কারণে আলাদা তাৎপর্য রয়েছে এবারের রাষ্ট্রপতি নির্বাচনের। যশবন্ত সিনহা আরও জানান, তিনি বিজেপি ছাড়তে বাধ্য হয়েছিলেন ২০১৮ সালে। কারণ, এটা বুঝতে পেরেছিলেন যে সম্পূর্ণ ভুল পথে চলছে এই সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *