অনলাইনে কানের দুল কিনতে গিয়ে প্রতারকদের খপ্পরে পড়লো ১ ব্যক্তি, খোয়া গেল ১ লক্ষ ৬ হাজার টাকা
জলপাইগুড়ি : জলপাইগুড়ির রায়কোত পাড়ার বাসিন্দা বাপ্পাই সরকার তার স্ত্রীর জন্য অনলাইনে চারটে কানের দুল অর্ডার দিয়েছিলেন। নির্দিষ্ট তারিখ এসে গেলে তার হাতে কানের দুলও পৌঁছে দেওয়া হয়। তবে আশ্চর্যজনকভাবে প্যাকেট খুলে বাপ্পাই বাবু এবং তার স্ত্রী দেখেন চারটি কানের দুলের জায়গায় আছে একটি কানের দুল। সঙ্গে সঙ্গে তিনি জলপাইগুড়ি সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করেন। সেখানে তিনি তার অভিযোগ লিপিবদ্ধ করেন। তিনি আরো জানান দু দুবার ওই প্রতারকদের একাউন্টে এক লক্ষ ৬হাজার টাকা তুলে দেন। অথচ তার হাতে মাত্র একটি কানের দুল এসে পৌঁছেছে। বাপ্পাইবাবু আরো জানান তাদের দেওয়া একটি টোল ফ্রি নাম্বারে তিনি অনেকবার ফোন করে যোগাযোগ করতে চেষ্টা করেছিলেন। কিন্তু কোনোভাবেই তিনি যোগাযোগ করে উঠতে পারেননি। পরপর দুদিন এই চেষ্টা করেছিলেন , অথচ তার কাছে ওই নাম্বারটি ছাড়া আর কোন নাম্বার ছিল না। বর্তমানে তিনি এবং তার স্ত্রী প্রচন্ডভাবে হতাশ হয়ে পড়েছেন, বলে জানিয়েছেন বাপ্পাই বাবু।
