অফলাইন না অনলাইন, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে কোন মোডে ? আজই বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত নিতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে পড়ুয়ারা ফের স্বাভাবিকভাবে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করতে পেরেছে দীর্ঘ সময় পর। অবশ্য এখনও পর্যন্ত পড়ুয়াদের কাছে তা স্পষ্ট নয় কোন পদ্ধতিতে হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন। এবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে জেলাশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার বিকেলে। এই বৈঠকে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা হবে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে।
এদিকে করোনার প্রকোপ কমলেও এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আক্রান্তের সংখ্যা কে । এই আবহে এবছরের বোর্ড পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, এখনও তা স্পষ্ট নয়। শিক্ষা মহল থেকে মনে করা হচ্ছে মঙ্গলবারে বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ।যদিও শিক্ষা দফতর সূত্রে খবর , এবারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মোড অফলাইনেই। সুতরাং আর বাড়িতে বসে পরীক্ষা নয়। সেক্ষেত্রে ৭ ই মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক।