অবশেষে চাকরিহারাদের সাময়িক স্বস্তি, কাজে যোগ দিতে পারবেন অযোগ্য নন এমন শিক্ষকরা , বিরাট এক নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নির্দিষ্ট করে অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিল সুপ্রিম কোর্ট। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানান , ৩১ ডিসেম্বরের অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু অশিক্ষক কর্মীরা অর্থাৎ গ্রুপ সি এবং ডি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। তাঁরা স্কুলে যেতে পারবেন না। এর পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমাও বাড়িয়েছে শীর্ষ আদালত। তিন মাস নয়, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য , গত ৩ এপ্রিল কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখে প্রায় ২৬ হাজার (২৫,৭৫২ জন) শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয় তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এদিকে গত ৭ এপ্রিল রায়ে অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে এবং নিয়োগের সময়সীমা বৃদ্ধি করার আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। অবশেষে আজ সেই আবেদনেই সাড়া দিলো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।আজ বৃহস্পতিবার আদালত জানিয়েছে, “পড়ুয়াদের শিক্ষা নিয়ে আমরা চিন্তিত। এই নির্দেশের ফলে কেউ কোনও বাড়তি সুবিধা পাবেন না। তবে অশিক্ষক কর্মীদের জন্য এই নির্দেশ নয়।” প্রধান বিচারপতির বেঞ্চের আরো নির্দেশ, আগামী ৩১ মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে, যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *