অবশেষে ভুতুড়ে ভোটার নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করলেন রাজগঞ্জের তৃণমূল সভাপতি
নিজস্ব সংবাদদাতা : সারা রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে চলছে জোর জল্পনা এবং কল্পনা। এই আবহের মধ্যেই রাজগঞ্জের তৃণমূল সভাপতি জানান, মুখ্যমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছেন সেটা আমরা যে আগের থেকে করে উঠতে পারছি এটাই অনেক। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে এই সমস্যাটা অনেকটাই বেশি , কারণ এখানে নানান ভাষাভাষী মানুষ থাকেন। যেসব ভোটার দু’জায়গায় নাম উঠিয়ে বসে আছেন অনেক সময় তারা হয়তো নিজেরাই জানেন না যে তাদের ভোটার লিস্টে দুই জায়গায় নাম আছে। এক জায়গায় ভোট দিচ্ছেন , আবার অন্য জায়গায় তাদের নাম আছে। এটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা চ্যালেঞ্জের মত , যে গোটা রাজ্যের ভুতুড়ে ভোটারদের খুঁজে বার করতে হবে। এবং তাদের নাম লিস্ট থেকে বাদ দিতে হবে। সব ক্ষেত্রেই যে তারা ভুল করছেন সেটা একেবারে না। এই ভুল সবার, এক জায়গায় নাম তুলেছেন আবার অন্য জায়গায় কাটতে ভুলে গেছেন নাম। সবাইকে সচেতন হয়ে সচেষ্ট হয়ে এই কাজটা খুব সাবধানে সাথে করে ফেলতে হবে। উত্তরবঙ্গের সমস্যা অনেক , বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে বাস করেন, এবারে এটা হতেই পারে। আমাদের এই দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে।
