অবসান হল দীর্ঘদিন ধরে চলা হিংসার ,অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি হল অশান্ত মণিপুরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মণিপুরে লাগাতার অশান্তি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর, অবশেষে এবার রাষ্ট্রপতি শাসন জারি হল উত্তর-পূর্বের এই রাজ্যে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর বয়ানে লেখা, ‘আমি মণিপুরের রাজ্যপালের থেকে সব রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে আর সরকার চালানো সম্ভব হচ্ছে না’।

উল্লেখ্য ,দেড় বছরেরও বেশ সময় পার। জাতি সংঘর্ষে এখনও বেশ উত্তপ্ত মণিপুর। পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? দলের ভিতরে ও বাইরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রীতিমতো দ্বিমুখী চাপে মুখে পড়েছিলেন বলেই সূত্রের খবর। তারপরই বিরোধী কংগ্রেস বিধানসভায় আনাস্থা প্রস্তাব আনার চিন্তাভাবনা শুরু করেছিল! এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বীরেন। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপল্‌স ফ্রন্ট (এনপিএফ)-এর ১৪ জন বিধায়কও। এর পরই সেই বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন এন বীরেন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *