অ্যাকশন’শুরু মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই, অবশেষে সাসপেন্ড বারাবনি থানার পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল
বেস্ট কলকাতা নিউজ : সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে চলা বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিচুতলার পুলিশকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই এক সুর। রাজ্য পুলিশের ডিজিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “স্থানীয় স্তরে পুলিশের একাংশ সহযোগিতা করছে না। নিচুতলার কিছু অফিসার-কর্মী যাঁরা এই সরকারকে ভালোবাসেন না, পুলিশেরও কিছু লোক টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরিতে মদত দিচ্ছে।”
অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারি নিয়ে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যজুড়ে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে এবং শিলিগুড়ি থেকে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ট্যাব কাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭-এ। এখনও পর্যন্ত ১১৯০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিভিন্ন জেলার তদন্তকারী দল। ওই সব ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা আটকানো হয়েছে।
এদিকে, গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে রাজ্য পুলিশের নিচুতলার একাংশের কর্মীদের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিচুতলার একাংশের পুলিশ কর্মীদের জন্যই গোটা পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তোলা হচ্ছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। কর্তব্যে গাফিলতি করলে কোনও পুলিশ অফিসারকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল রাতে সাসপেন্ড করে দেওয়া হল বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে।