আগামী দিনে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষনীয় কেন্দ্র হতে চলেছে মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা : পাহাড়ের সাথে পাল্লা দিয়ে চলছে মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প। শিলিগুড়ি থেকে তিন ঘন্টার কাছাকাছি যেতে সময় লাগছে মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প। এখানকার আবহাওয়া আপনাকে আকর্ষন করবে প্রথমেই।কিভাবে আপনি যাবেন তার তথ্য আপনি পেয়ে যাবেন এনজেপী অথবা বাস টার্মিনার্স থেকেই। সেখানে গিয়ে আপনি পাবেন এক অসাধারন প্রাকৃতিক সৌন্দর্যের ছোয়া। স্থপতি পঙ্কজ দত্তের স্বপ্নের এই দ্য রয়াল হেরিটেজ ক্যাম্পের খাবারও কম আকর্ষনীয় নয়। বিভিন্ন স্বাদের খাবার আপনি পাবেন এখানে। সন্ধ্যায় পাবেন সাওতালি নৃত্যের ছোয়া। পঙ্কজ দত্ত জানালেন করোনার পরে আকর্ষন অনেকটাই বেড়েছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির। তাই আমাদের লক্ষ্য আরো কিভাবে এই দ্য রয়াল হেরিটেজ ক্যাম্পকে আরো আধুনিক এবং আরো উন্নত তৈরী করা যায়। তবেই তো মানুষের আকর্ষন বাড়বে এবং মানুষ আসবে এখানে। আমি চাই গোটা ভারত থেকে মানুষ আসুক এখানে নাম হোক আমার দ্য রয়াল হেরিটেজ এর, এমনটাই জানালেন পঙ্কজ দত্ত।