আগুন লাগলো মধ্যবিত্তের হেঁশেলে , ফের বৃদ্ধি পেলো রান্নার গ্যাসের দাম
বেস্ট কলকাতা নিউজ : সাধারণের নাভিশ্বাস বাড়িয়ে ফের রান্নার গ্যাসের দাম বাড়ল ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট মিটতে না মিটতেই । মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। ১৪.২ কোজির সিলিন্ডারে দাম বাড়ল ৫০ টাকা। ফলে কলকাতায় এখন থেকে ১১২৯ টাকা খসবে এলপিজি সিলিন্ডার কিনতে। শেষবার দাম গ্যাসের বেড়েছিল গত বছর জুলাইয়ে ।
অন্যদিকে, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দামও ১ মার্চ থেকে ৩৫২ টাকা বাড়ল। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার কিনতে এখন থেকে খসবে ২২২১.৫০ টাকা। উল্লেখ্য, এমনিতেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে নাজেহাল করে দিয়েছে খাদ্যদ্রব্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো বাড়ল গ্যাসের দামও ।
ওষুধপত্রেরও দাম বেড়েছে। একসঙ্গে এতকিছুর দাম বাড়ার ফলে সংসার খরচ বেড়েছে। ঘর চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে আম আদমি। তার উপর রান্নার গ্যাসের দাম বাড়াকে অনেকেই বলছেন মড়ার উপর খাঁড়ার ঘা! এদিকে, সিলিন্ডারের উপর ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না। কোথাও মিললে তা-ও নামমাত্র।