আপনারও মাথা ঘুরে যাবে বালু-বাকিবুরদের বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ জানলে পরে
বেস্ট কলকাতা নিউজ : জ্যোতিপ্রিয় মল্লিক মূলত কয়েকশো কোটি টাকা বিদেশেও পাচার করেছিলেন এক ব্যবসায়ীর মারফত, এবার ED র ,তরফে এমনটাই দাবি জানানো হল রেশন দুর্নীতির তদন্তে। রেশন দুর্নীতির বিপুল টাকা বিদেশে কোন কোন কারবারে কাজে লাগানো হয়েছে এবার তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এব্যাপারে তদন্তকারীরা জেরা করছেন জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যদের। ইতিমধ্যেই রেশন বণ্টন দুর্নীতি মামলায় আরও একটি চার্জশিট আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়ি-সহ বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। তবে শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নন, একইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ সহযোগি বাকিবুর রহমান ও শঙ্কর আঢ্যেরও বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এমনকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করা সেই সব সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি। ইতিমধ্যেই রেশন বণ্টন দুর্নীতি মামলার চার্জশিটও জমা দিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা।