আবার পরিবর্তন হতে চলেছে দার্জিলিং মেলের, যাত্রীদের সুবিধা করতেই এই ব্যবস্থা জানালো রেল
নিজস্ব সংবাদদাতা : এত ট্রেন এসে গেছে, তবুও দার্জিলিং মেলে যাবার জন্য মানুষের মন আন চান করে। সবার এক কথা টিকিট কাটবো তো দার্জিলিং মেলে, এই বিপুল জনপ্রিয়তা আজকের থেকে না, কয়েক দশক হয়ে গেল। একটা কথা অস্বীকার করলে চলবে না, এত ট্রেন এসেছে , তবুও দার্জিলিং মেলের জনপ্রিয়তার ধারে কাছে কোন ট্রেন নেই, তাই এবার হয়তো কিছুটা পরিবর্তন আনতে চলেছে রেল, তবে সত্যিই কি পরিবর্তন করা হবে? জানা গেছে সবার অনুমতি এবং পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ যাত্রী সুরক্ষায় সবার আগে, তাদের সুবিধা-অসুবিধা সবার আগে দেখবে রেল, এমন বহু যাত্রী আছেন যারা দু সপ্তাহে দুবার শিলিগুড়ি কলকাতা করেন, তাদেরটাও চিন্তা করবে রেল, তবে সব কিছু এখন সময়ের অপেক্ষা। রেলের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করছে।