আমার ওয়ার্ড আমার ভালোবাসা তাই ওয়ার্ডের জন্য আমি সব করতে চাই জানালেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত
শিলিগুড়ি : আমি জিতেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি, তাই মানুষের জন্য আমি কাজ করে যেতে চাই জানালেন শিলিগুড়ির 14 নং ওয়ার্ড কাউন্সিলার এবং এম এম আই সি শ্রাবনী দত্ত। তিনি জানালেন আমি নিজে দুদুবার এই ওয়ার্ডের মানুষের ভোটে জিতে জয় পেয়েছি, আমি যত বড়ই হয়ে যাই না কেন আমার দায়িত্ব এবং কর্তব্য এই ওয়ার্ড এবং ওয়ার্ডের মানুষের কাছে প্রথম হয়ে থাকবে। চারিদিকে যখন একের পর এক বিতর্ক তৈরী হয়েছে, কাগজে বের হচ্ছে নিজের দলের লোকেদের নাম বের হচ্ছে তখন একেবারেই দ্বিধাহীনভাবে জানালেন শ্রাবনী দত্ত যে যে কাজ করবে তার সেইভাবেই ভুগতে হবে। কর্মফল থেকে কেউ বাচবে না। আমি নিজে যদি ঠিক থাকি কেউ আমার কিছু করতে পারবে না। আমার কাছে সবচাইতে মুল্যবান হল ওয়ার্ডের মানুষের ভালোবাসা। আমি বড়দের আর্শীবাদ এবং ভালোবাসা নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের আর্শীবাদ নিয়ে কাজ করে যেতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের কাছে চলে যান এত উপরে থাকলেও, তিনি জানেন কার কি দরকার। তাই তিনি আমাদের কাছে একটা আলাদা অধ্যায়। আমি যা পেয়েছি তাতেই খুশী আমি, যতটুকু ভগবান আমাকে দেবেন ততটাই আমার কাছে যথেষ্ট।
শ্রাবনী দত্ত জানান একজন কাউন্সিলার বা এম এম আই সি হলেই দায়িত্ব চলে যায় না, কাজ তখনই হবে যখন মানুষের কাছে আমি এটা আনন্দের বিষয় হব। সেই দিনটাই হবে আমার কাছে আসল পাওনা।জানালেন শ্রাবনী দত্ত। এমনি কম কথা বলেন, মিষ্টিভাষী এই কাউন্সিলার শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় মুখ এখন।আর সেইভাবেই আমি চলতে চাই জানালেন তিনি।