আর জি করের ঘটনায় এবার নজরে উত্তর বঙ্গ, জেরা করা হতে পারে ডাক্তার সুশান্ত রায় কে
নিজস্ব সংবাদদাতা : আরজি করের ঘটনায় এবার নজরে উত্তরবঙ্গ, জেরা করা হতে পারে উত্তরের প্রভাবশালী ডাক্তার সুশান্ত রায় কে। তার বিরুদ্ধে নানান অভিযোগের খবর উঠে আসছে ইতিমধ্যে । ওই মহিলা ডাক্তার মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্য ডাক্তার সুশান্ত রায় কে আরজি করে দেখা গিয়েছিল। তুমি কি কারণে সেই সময় আর জি করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর উত্তরবঙ্গের ডাক্তারের গোষ্ঠীর স্বাস্থ্য ভবনে বেশ ভালোই প্রভাব আছে।
খবর উত্তরবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে যে কজন চিকিৎসক নিয়ন্ত্রণ করছেন তাদের মধ্যে উত্তরবঙ্গের দুই চিকিৎসকও আছেন। এরা বিভিন্ন কাজ করেন, পাশ ফেল, চিকিৎসকদের বদলি, এবং হাউস স্টাফ সিপ এর সুযোগ পাওয়া ইত্যাদি কাজ তারা করে থাকেন। এইসব অভিযোগ ছাড়াও তরুণী চিকিৎসকের মৃত্যুর সময় তিনি কেন সেখানে উপস্থিত ছিলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে,আরও জানা গেছে ওই তরুণী চিকিৎসকের মৃত্যুর ছক বেশ কয়েকদিন ধরেই তৈরি হচ্ছিল। তবে কে বা কারা বা কজন ছিলেন এই প্রশ্ন উঠেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যেটা জানা যাচ্ছে, এই ঘটনার সাথে উত্তরের দুই চিকিৎসকের যোগাযোগ ছিল , যেটা নিয়ে অবাক হচ্ছেন অনেকেই। উত্তরবঙ্গের ওই দুই চিকিৎসকের এখন কলকাতায় প্রচন্ড প্রভাব বলে জানা গেছে, কলকাতা নিজস্ব ফ্ল্যাট গাড়ি এবং ভালই প্রতিপত্তি করে ফেলেছিলেন তারা। তাদের আঙ্গুলির হেলনে অনেকটাই ঘুরে যেত সিদ্ধান্তের চাকা। তারা কবে কিভাবে কোথায় কি করবেন বিভিন্ন whatsapp থেকে জেনে যেত চক্রান্তকারীরা । কবে কিভাবে কোন কাজটা করতে হবে তারাও নির্দেশ দিতেন। তাই সিবিআই এবার এই দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এতটাই প্রভাব আছে যে তাদের আঙ্গুলে হেলনে সব কাজ হয়ে যেত। তাই সিবিআই এবার তাদের জন্য জাল বিছিয়েছে বলে খবর।