আলোর দিশারীতে এলেন মেয়র গৌতম দেব, সময় কাটালেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে
শিলিগুড়ি : আলোর দিশারীতে ছাত্র-ছাত্রীদের নিয়ে মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান বহুদিন ধরেই বিভিন্ন মানুষের সাথে মিশে মিশে নানাভাবে অভিজ্ঞতা হয়েছে। আলোর দিশারী ছাত্র-ছাত্রীদের একটা পিঠস্থল। এই আলোর দিশারীতে যেসব ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে অথবা সাহায্য পাচ্ছে তাদের নিয়ে আজ একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। আর পিকনিকের মূল উদ্দেশ্য ছিল ভালোভাবে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে আনা। আজকে আমরা যাচ্ছি, আশা করি ওদের মন ভাল থাকবে। আমাদের কাজ আমরা করে যাব এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানান ভবিষ্যতে আমাদের আরো পরিকল্পনা আছে , যেটা ওদের আরোও আনন্দ দেবে।


