ইস্কন রোডে ফের চুরি মোবাইল ফোনের দোকানে, দুঃসাহসিক চুরির ঘটনায় চরম আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা
শিলিগুড়ি : ফের চুরির ঘটনা ঘটলো শিলিগুড়ির ইসকন মন্দির রোডে। এবার চুরি হল একটি মোবাইল ফোনের দোকানে। এদিকে দোকানের মালিক বাপ্পা বিশ্বাস এদিন সকালে এসে দেখেন দোকান খোলা এবং দোকানের ছাদের বেশকিছু অংশ ফাকা। তার মানে চোর আগের দিন রাতে বৃষ্টি পড়ার সময় সুযোগ নিয়ে দোকানে ঢুকেছে। উপর দিয়ে ফাঁক করে মোবাইলের দোকানে ঢুকে চোর মোবাইল চুরি করে নিয়ে যায়। এদিকে এই ঘটনা নিয়ে এদিন গোটা ইসকন মন্দির রোডে ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে। এদিকে এলাকার স্থানীয় মানুষ জানান একের পর এক চুরির ঘটনা ক্রমশ ঘটে চলেছে, অথচ প্রশাসনের এই নিয়ে কোন রকম হেলদোল নেই। দোকান মালিক পুলিশে খবর দিলে পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে । জিজ্ঞাসাবাদও করে বেশ কয়েকজনকে, এদিকে দোকান মালিক জানান দিনের পর দিন এলাকায় অসামাজিক কাজকর্ম আগের থেকে অনেক বেড়ে গেছে, বেড়ে গেছে এমনকি বহিরাগতদের আড্ডাও। স্থানীয়রা যেখানে থাকেন না, এখানে বাইরের ছেলে এসে এখানে আড্ডা মারার সাহস পায় কিভাবে? সেজন্যই বাড়ছে চুরি , বলেও এদিন অভিযোগ করেন স্থানীয়রা। তারা এদিন একজন ছিল না একের অধিক অধিক ছিল , সেটা বুঝতে পারছেন না।
