উত্তরবঙ্গ থেকে শুরু হলো” লেডিস স্পেশাল বাসের ” পরিষেবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কোচবিহার : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)-এর উদ্যোগে শুরু হল রাস্তায় লেডিজ স্পেশাল বাস চলাচল পরিষেবা। প্রথমে কোচবিহার-আলিপুরদুয়ার রুটে এই বাস পরিষেবা চালু হয়েছে। এর প্রথম যাত্রাটি শুরু হয়েছে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে। এই লেডিজ স্পেশাল বাসের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি কেবলমাত্র মহিলা যাত্রীদের জন্য এবং বাস পরিচালনার দায়িত্বেও থাকছেন একমাত্র মহিলা কন্ডাক্টর।

এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এও জানিয়েছেন, “মহিলা যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষেবাকে সফল করতে সকলের সহযোগিতা কাম্য।” এটি নারীদের যাতায়াতে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *