উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩নং গেটের বাইরে চিতাবাঘ, ব্যাপক আতঙ্ক ছড়ালো ছাত্রছাত্রীদের মধ্যে
জলপাইগুড়ি : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এর ৩নং গেটের বাইরে চিতাবাঘ আতঙ্ক ছাত্রছাত্রীদের মধ্যে, এদিন সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে চলে আসে একটি চিতা বাঘ। এই সময় খুব একটা ছাত্র-ছাত্রী বাইরে ছিলেন না বলে রক্ষে। চিতাবাঘটি দৌড়ে ভিতরে ঢুকে একটা সাইডে চলে যায়। প্রথমে ছাত্রছাত্রীরা খুব একটা বুঝতে পারেননি। যখন তারা বুঝতে পারেন চিৎকার করে ওঠেন। পরে চিতা বাঘটিকে ধরতে চলে আসেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু তাদের আসার আগেই ওই চিতা বাঘটি দৌড়ে পালিয়ে যায়। পরে বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে তারা দৌড়ে আসেন। প্রথম দিকেই ওই চিতা বাঘটির থাবায় আগত হন ওই এলাকারই একজন স্থানীয় বাসিন্দা। তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।


