এই সংগঠনকে মজবুত করার দায়িত্ব দলীয় কর্মীদের, কিষান মজদুর খেত ইউনিয়নের এক সভায় এমনটাই জানালেন গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এই সংগঠনকে মজবুত করতে হবে। শিলিগুড়িতে কিষান মজদুর খেত ইউনিয়নের এক সভায় এমনটাই জানালেন গৌতম দেব। তিনি জানালেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। নির্বাচন আসছে আর বেশি দিন দেরি নেই, তার আগে প্রতিটি সংগঠনকে আমাদের শক্তিশালী করে তুলতে হবে। এর জন্য প্রধান দায়িত্ব থাকবে এই সংগঠনের সদস্যদের উপর। আমি নিজে ব্যক্তিগতভাবে কতটা সময় দিতে পারব জানিনা, তবে সময় পেলেই এই সংগঠনের কাজে সহায়তা করব, এদিন এমনটাই জানালেন গৌতম দেব।

তিনি আরো জানান সামনে নির্বাচনের আগে এই সংগঠনের দায়িত্ব এবং কর্তব্য অনেকটাই বেড়ে যাবে, তাই আমি সকল কর্মীদের বলবো এখন থেকেই তৈরি হতে। যাতে পরবর্তীকালে কোন অসুবিধা না হয়। এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কিষাণ মজদুর খেত ইউনিয়নের সমর্থকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার অন্যান্য নেতৃত্ব। এদিন গৌতম দেব এও জানান আমাদের প্রত্যেককেই সজাগ এবং সচেতন থাকতে হবে, বিজেপি এবং সিপিএম চাইবে এই ধরনের সংগঠনের ভিতকে নাড়িয়ে দিতে, কিন্তু যদি আমরা ঠিক থাকি তবে কিছুই হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *