এক আদিবাসী নাবালক শিশুর মর্মান্তিক মৃত্যু হল বিজেপি নেতার নিশংস অত্যাচারে, নকশাল বাড়িতে প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেতার হাতে ১ আদিবাসী শিশুর নির্মমভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে অবশেষে নকশালবাড়িতে এক বিরাট প্রতিবাদ মিছিল বের করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান সঞ্জয় টিব্রোবাল এবং পাপিয়া ঘোষের নেতৃত্বে মিছিলটি এদিন নকশালবাড়ি এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি শেষ করে।

পাপিয়া ঘোষ এদিন জানান বিজেপি নেতা মানেই এই ধরনের কাজ কারবার, একটা শিশুর উপর এই ধরনের অত্যাচার যে কেউ করতে পারে তা কল্পনাতেও ভাবা যায় না। আসলে বিজেপি বাইরে একরকম মুখোশ পরে রেখেছে, এবং ভিতরে একরকম মুখোশ। কেউ বুঝতে পারবে না ওদের আসল মতলবটা কি। মানুষের কাছে ভালো সেজে থেকে মানুষকে ক্রমাগত সর্বস্বান্ত করছে বিজেপি। আজকে আমাদের এই পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ। ওই নেতা যিনি এই জঘন্যতম অপরাধ করলেন, তাকে অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে। আমরা ওই শিশুটির বাবা-মায়ের পাশে দাঁড়াবো, যতদিন না পর্যন্ত ওই শিশুটির বাবা-মা ন্যায় বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত ওই শিশুটির হয়ে লড়াই করে যাব। সঞ্জয় টিব্রুয়াল এদিন জানান এই ধরনের অন্যায় বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এবং সেটা শুরু হয়ে গেছে।