এনজিপিতে হচ্ছে পুনর্নির্মাণ, চরম সমস্যায় পড়ে যাচ্ছেন প্রবীণ নাগরিক থেকে যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : এনজিপি স্টেশনে চলছে পুনঃনির্মাণ, সেই কারণে হেঁটে প্রায় হাফ কিলোমিটার পার হতে হচ্ছে যাত্রীদের। অনেকটা আগেই তাদের গাড়ি থেকে নামতে হচ্ছে। লাগেজ নিয়ে হাফ কিলোমিটার হেঁটে যেতে সমস্যায় পড়ে যাচ্ছেন যাত্রীরা, বিশেষ করে যারা প্রবীণ নাগরিক তারা পড়ে যাচ্ছেন সবচাইতে বেশি সমস্যয়।
এদিকে স্টেশনে কত দেড় বছর ধরে চলছে সেখানে আধুনিক করনের কাজ। দিনের পর দিন এই কাজ চলায় সবচাইতে বড় সমস্যায় পড়ছেন স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রীরা। রেল দপ্তরের কাছ থেকে জানা গেছে আরো দেড় বছরের উপরে লাগবে এই কাজ শেষ হতে। ততদিন দুর্ভোগের মধ্যে পড়ে থাকতে হবে যাত্রীদের। যাত্রীরা জানিয়েছেন বিশেষ করে রাত্রিবেলায় জিনিসপত্র নিয়ে স্টেশনে আসতে তাদের প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের সাথে নিয়ে চললে তো আরো বেশি সমস্যা হয়। তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি পারা যায় কাজ শেষ করুন রেল দপ্তর।