FEATURED রাজ্য এবারের শীতে কমলালেবুর বাজার বেশ ভালই, জানালেন বিধান মার্কেটের এক কমলা লেবু বিক্রেতা December 11, 2025December 11, 2025 Best Kolkata 0 Comments বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ শিলিগুড়ি : কমলালেবুর বাজার ভালই, জানালেন বিধান মার্কেটের এক কমলা লেবু বিক্রেতা। তিনি জানালেন এই বছর ভালো সাড়া পাচ্ছি কমলালেবু বিক্রি করে। মানুষ আসছেন এবং কিনছেন, খুব একটা বেশি দামও নাই এবার। দার্জিলিংয়ের কমলাই আছে আমার কাছে। এমনটাই জানালেন তিনি।