এবার আধুনিক মানের হতে চলেছে তেনজিন নরগে বাস টার্মিনাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এবার নতুন করে ঢেলে সাজানো হচ্ছে তেনজিং নরগে বাস টার্মিনাসকে। যার উদ্যোগ নিচ্ছে মূলত রাজ্য পরিবহন দপ্তর। এদিকে এই বাস টার্মিনাসকে ঢেলে সাজানোর পিছনে রাজ্য সরকারের সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। জানা গেছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে নতুন করে শুরু হবে এই বাস টার্মিনাস ঢালাইয়ের কাজ। যার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার নিজেই, খরচ হবে একশ কোটি টাকা। রাখা হবে আধুনিক ক্যান্টিন, বাসগুলোকে আবার নতুন করে গড়ে তোলা হবে, যাত্রীদের অপেক্ষালয় গুলোও নতুন করে সাজানো হবে।

এদিকে জানা গেছে , তেনজিং নরগে বাস টার্মিনাস কে অনেকটা এনজিপির আদলে সাজিয়ে তুলতে চাইছে রাজ্য সরকার। যাত্রীরা যাতে এসে হয়রান না হন সেটাও দেখবেন তারা। আপাতত দুমাস ধরে পর্যবেক্ষণের পর শুরু হবে কাজ। এদিকে এই সিদ্ধান্তে খুশি রাজ্য সরকারের ট্রান্সপোর্ট এর অধীনে থাকা কর্মরত চাকরিরজীবিরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *