এবার স্বয়ং মেয়র গৌতম দেব রাস্তায় নামলেন ভোটার লিস্ট নিয়ে স্কুটিনির কাজে
শিলিগুড়ি : এবার মেয়র নিজেই নামলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনির কাজ করতে হবে । তাই মেয়র আজকে নিজের ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সাথে কথাও বলেন , এদিন মেয়র জানান আমাদের মুখ্যমন্ত্রী কিছু নির্দেশ দিয়েছেন , তার জন্য আমরা এবং আমাদের কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রচুর পরিশ্রম করছেন ভোটারদের নিয়ে। অনেক জায়গায় দেখা গেছে যারা আসল ভোটার তাদের নাম পাওয়া যাচ্ছে না। অথচ তারা দিনের পর দিন ভোট দিয়ে এসেছেন , তারা নিজেরাও চিন্তিত তাদের বয়সও অনেকটা হয়ে গেছে, তাই নতুন করে ভোটার লিস্টে নাম উঠবে কিনা সেটা নিয়েও তারা চরম শঙ্কায় আছেন। যতটা পারা যায়, বাড়িতে বাড়িতে গিয়ে দেখছি , কতটা কিভাবে কি করতে পারা যায়। মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং ওয়ার্ড কাউন্সিলর মিলি সিনহা। মেয়র এদিন এও জানান বিধানসভা নির্বাচনের আগে আমাদের এই দিকটা সম্পূর্ণ করে রাখতে হবে। আর যেভাবে কাজ চলছে আমরা আশা করি আমরা সফলভাবে এই কাজটা শেষ করতে পারবো।
