এস আই আরের দাপট, সন্ধ্যার সময় ফাঁকা শিলিগুড়ির প্রায় সব খাবারের দোকান
শিলিগুড়ি : কেউ নেই, কেউ গেছেন কাগজ জমা দিতে আবার কেউ কেউ গেছেন কাউকে তৈরি করতে। শিলিগুড়িতে একেবারেই ফাঁকা খাবারের দোকানগুলি। শিলিগুড়ি বিধান মার্কেটের কথাই ় ধরা যাক একেবারেই লোকজন নেই। খাবারের দোকানের মালিকেরা জানিয়েছেন কিছুই করার নেই, কারন আমাদের খাবারের দোকানে সব খদ্দের আসেন বাইরের থেকে। তারা তো বাইরের , দোকানে আসবে কে? একই অবস্থা শিলিগুড়ি সুভাষপল্লী এবং হায়দার পাড়ার। একেবারে লোক নেই দোকানে। ফাঁকা রাস্তা । শুনশান করা রাস্তায় খাবারের দোকানে লোক থাকবে কোথা থেকে। একেবারে ফাঁকা বাজারে খাবারের দোকানে মানুষ আসবে কিভাবে? একেবারেই ফাঁকা শহর শিলিগুড়ি, কবে মানুষ আসবে? কেউ বুঝতে পারছে না। এস আই আর যে খাবারের দোকানগুলিতে থাবা দিয়েছে তার প্রমাণ বাজারে ঘুরলেই বুঝতে পারা যাবে।


