কনকনে ঠান্ডার মধ্যে কাঁপছে শিলিগুড়ি, প্রবল শীতে কাতর গোটা উত্তরবঙ্গের মানুষজন
শিলিগুড়ি : কনকনে ঠান্ডার মধ্যে কাঁপছে শিলিগুড়ি। গত কয়েক দিন ধরে ঠান্ডায় কাহিল শিলিগুড়ির মানুষ। অনেকেই জানিয়েছেন এতো ঠান্ডার স্পর্শ অনেকদিন পান নি তারা। শিলিগুড়িতে এদিন ঠান্ডার মধ্যে বাইরে লোকসংখ্যা ছিল না বললেই চলে। ঠান্ডার মধ্যে বাইরে বের হতে পারছেন না অনেকেই। প্রবল ঠান্ডার মধ্যে বাইরে তারাই বের হচ্ছেন যারা কাজে বের হচ্ছেন। কয়েকদিন ধরে শিলিগুড়িতে অবিশ্বাস্ত ঠান্ডায় প্রায় আতঙ্ক ছড়াচ্ছে সাধারন মানুষের মধ্যে। এদিকে শিলিগুড়ির বাইরে ঠান্ডার দাপট আরো বেশী। ঠান্ডার মধ্যে অনেকেই বাইরে চলে গেছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঠান্ডার দাপট আরো বাড়তে পারে। মানে তাপমাত্রা আরো কম হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে । শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ জুড়ে এবারে ঠান্ডা কি দেখবার মত। শুধু শিলিগুড়ি নয়, প্রবল শীতে কাতর গোটা উত্তরবঙ্গের মানুষও। যার মধ্যে বাইরে বের হতে সাহস করতেন না অনেকেই। আবার ঠান্ডায় বেড়েছে গরম খাবারের বিক্রি এবং গরম পোশাক বিক্রি।


