কাওয়াখালী নিমতলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আহারের ব্যবস্থা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: কাওয়াখালী নিমতলা এলাকায় সাম্প্রতিক বন্যায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আহারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হল। এদিকে বন্যার কারণে অনেক পরিবারের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা চরম দুর্ভোগে পড়েছে। এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর তরফ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও মানবিক সহানুভূতির অংশ হিসেবে মাটিগাড়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হল জেলা সভাপতি পাপিয়া ঘোষ এর উদ্যোগে । এদিন তিনি জানান প্রতিদিনই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে, যাতে তারা এই দুর্যোগময় সময়ে কোনো রকম ভাবে খাদ্য সংকটে না পড়ে। এদিন তিনি আরো জানান আমি ধন্যবাদ জানাই অঞ্চল সভাপতি হরেন বর্মন মহাশয় এবং গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণ সরকার মহাশয় সহ সকল সহকর্মীদের।যারা এই সময় আমার ডাকে বিশেষ সহযোগিতা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *