কিশোরীর মৃত্যুতে এলাকায় অভিযান, সল্টলেকে ডেঙ্গুর লার্ভার হদিশ মিললো খোদ আবাসনের মধ্যেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০২২ এবং ২০২৩ সালের তুলনায় সংক্রমণ কম হলেও সল্টলেকে ফের ডেঙ্গু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১৫ বছরের এক কিশোরীর। অবশেষে বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউজিং কমপ্লেক্সে অভিযান চালাল পুরসভা। এদিকে পুরসভা জানায় , আবাসনের ভিতর থেকে ডেঙ্গু লার্ভাও মিলেছে বলেই। এমনকি প্লাস্টিক বোতল, প্লাস্টিক গ্লাস, বিয়ারের বোতল সহ প্রচুর জায়গাতেও জমা জল ছিল বলেও পুরসভার তরফ থেকে জানানো হয় । সেই জলেই লার্ভা মেলে বলেও খবর মেলে পুরসভা সূত্রে। তবে, জানা গেছে পুরসভার পক্ষ থেকে আবাসনের সমস্ত জায়গায় লার্ভা ও মশা মারার ওষুধ স্প্রে করা হয়েছে বলে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক ডেঙ্গু রিপোর্ট করা হয়। সেই হিসেব অনুযায়ী, ২০২২ এবং ২০২৩ সালে বিধাননগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারে পৌঁছেছিল। কিন্তু, গত বছর মাত্র ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন। চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্ত ২৩০ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যেই একজনের মৃত্যু হল। মৃতা কিশোরী রূপসী জানা (১৫) বিধাননগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউজিং কমপ্লেক্সে থাকত। ওই ওয়ার্ডটি পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদের ওয়ার্ড। ডেঙ্গু আক্রান্ত ওই কিশোরীকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *