কোলে মাত্র ৮ দিনের বাচ্চা, হিংসার জেরে মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে এলেন দিপালী মন্ডল
নিজস্ব সংবাদদাতা : বাচ্চার বয়স যখন তিনদিন , তখন বাচ্চাকে নিয়ে নিজের স্বামীকে নিয়ে এবং সাথে ননদ এবং আরো কয়েকজনকে নিয়ে মুর্শিদাবাদ থেকে মালদার উদ্দেশ্যে পাড়ি দেন দিপালী মন্ডল। তার স্বামী দীনেশ মন্ডল একজন দিনমজুর। বিগত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই যাচ্ছিল। ঘরবাড়ি থাকা তো দূরের কথা, নিজেদের বাঁচাতে কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। একদিকে ঘরের চিন্তা , অন্যদিকে জীবনের চিন্তা । শেষে এক অনিশ্চিত জীবনকে বেছে নেন তারা।

অবশেষে মাঝরাতে নিজের শহর ছাড়েন তারা , প্রথমে ভেবেছিলেন আশেপাশে কোথাও থাকবেন , কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয় দেখে তারা ঠিক করেন মালদা যাবেন। বর্তমানে মালদায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে আছেন তারা। সেখানেই তার ৮ দিনের বাচ্চার চিকিৎসা চলছে, চলছে তাদের ওষুধ পত্রের ব্যবস্থাও। তারা জানিয়েছেন ঐ শিবিরে কোন সমস্যা নেই , প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা আসছে এবং এসে খাবার দিয়ে যাচ্ছে। তবে ঘরে চিন্তা তো আছেই , হাতে করে যে কটা টাকা এনেছিল তারা , সেগুলিও প্রায় শেষের পথে। এরপরে কি হবে তাদের ? টাকা না থাকলে কিভাবে বেঁচে থাকবেন তারা? আপাতত সাত দশ দিনের ব্যবস্থা করা আছে বলেও জানান তারা। ওই শরণার্থী শিবিরে প্রায় ৩৫০ জন আপাতত আছেন। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাই ঘরে ফিরে যাওয়ার প্রশ্ন নেই , কি হবে তাদের ? উত্তর খুঁজছেন তারা।