ক্রমশ বাড়ছে ডিমের দাম , সমস্যায় শিলিগুড়ির ছোট ছোট রেস্টুরেন্ট গুলি
শিলিগুড়ি : ছোট ছোট রেস্টুরেন্ট এর বিক্রি দিনের পর দিন কমে যাচ্ছে, ডিমের দাম বেড়ে যাবার কারনে। গত কয়েক দিন থেকে শিলিগুড়িতে অস্বাভাবিক ভাবেই বাড়ছে ডিমের দাম। একটি ডিম কিনতে গেলে আট টাকা করে কিনতে হচ্ছে। দুটি ডিম একসাথে কিনতে গেলে দাম আসছে পনেরো টাকা করে। হোটেল এর ডিমভাত বেড়েছে কুড়ি টাকা করে। অনেক ঠ্যালা গাড়ি তো ডিমের দাম বেড়ে দেবার জন্য ডিমের কিছুই রাখছেন না।শিলিগুড়ি তে পাইকারি ডিমের বিক্রেতা রা ডিমের দাম বেড়ে যাবার কারনে ছোট ছোট ডিমের বিক্রি বন্ধ করে দিয়েছেন। মাছ এবং মাংস কিনতে গিয়ে হয়রানি হওয়া মানুষের কাছে একমাত্র ভরসা হল ডিম। সেই ডিম এখন মানুষের ধরা ছোয়ার বাইরে চলে যাচ্ছে। কোন জায়গায় ডিম সস্তায় পাওয়া যাচ্ছে সেটা খুঁজতে গিয়ে সমস্যায় পরে যাচ্ছেন সাধারন মানুষ। বর্ষার কারনে ডিমের দাম বেড়েছে বলে দাবি স্থানীয় ব্যাবসায়ী দের যারা ডিমের ছোটোখাটো ব্যবসা করেন।