ক্রমশ হারিয়ে যাচ্ছে রিক্সা, অবশেষে এক অভিনব উদ্যোগ শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী পুলিশকর্মী বাপন ঘোষের
শিলিগুড়ি : শিলিগুড়ির চিলড্রেন’স পার্কে ব্যতিক্রমী ও অভিনব পদ্ধতিতে “রথযাত্রা”উদযাপন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন ঘোষ। টোটোর অত্যাচারে হারিয়ে যাচ্ছে রিক্সা, আর তাই এদিন রিক্সা চালকদের হাতে দৈনন্দিন খাদ্য সামগ্রী,সাথে জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দিয়ে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে রথযাত্রা পালন করলেন তিনি ।

বাপন ঘোষ এদিন জানান, ছোটবেলা থেকেই আমরা রিকশা করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি। স্কুলে গেছি রিকশা করে , বাজার করতে গেছি রিক্সা করে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি রিক্সা করে। রিক্সা আমাদের ছোটবেলার বন্ধু এবং স্মৃতি। ভাই বোনেদের সাথে রিকশা করে বেরিয়ে বাজার করা এবং পুজো দেখতে যাওয়া আমাদের কাছে মূল্যবান সময় এবং অধ্যায়। কিন্তু আজকে রিকশাচালকেরা বিপদের উপর বিপদের মধ্যে আছে। টোটো এবং অটোর দাপটে হারিয়ে গেছে তারা। রিকশা তো ছাড়তে পারেনি, কিন্তু টাকা তারা ছেড়ে দিয়েছে। তাদের পরিবার আজকে অসহায়, দরকার একটু সাহায্য এবং সহানুভূতির। আজকে আমার মতো করে সবাই যদি এগিয়ে আসে তবে ওরা হয়তো জীবনে একটা নতুন অধ্যায় তৈরি করতে পারবে।
তাই আজকের রথযাত্রার মত একটা দিনে ওদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করলাম। আজকে এই সাহায্য হয়তো ওদের একদিন বা দুদিন কাজে লাগবে , কিন্তু আমার দেখাদেখি আরো কিছু মানুষ এগিয়ে আসবেন। ওদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এমনকি এদিন বহু মানুষও বাপন ঘোষ এর উদ্যোগকে বিশেষ ভাবে স্বাগত জানান।