গ্রামের ইতিহাসএর সন্ধান পেতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করলেন কলেজপড়ুয়া থেকে গবেষক
বেস্ট কলকাতা নিউজ : সূর্য তখন মধ্য আকাশে। ভরদুপুরে আটপৌরে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন একদল মানুষজন খাতা-কলম হাতে। গ্রামের মাঝে বড়ো পুকুরের স্নান বাঁধানো ঘাটে স্নান করছেন এলাকার মানুষজন । কোনও বাড়িতে রান্নাঘরে মাছের মাথা দিয়ে চলছে মুগের ডালে ফোড়ন দেওয়া। আবার কোনো বাড়িতে দুপুরের খাওয়া শেষ করে ঘরদোর মোছা হচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষের কাছে গ্রামএর বিষয় জানতে চান “হাওড়া জেলা ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্র গ্রাম সমীক্ষা কর্মসূচী” তে আসা ছাত্রছাত্রী থেকে গবেষক প্রত্যেকেই । হাতে থাকা কাগজে নোটও করতে থাকেন।ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের শিউলি মাইতি, সত্যজিৎ মন্ডল, প্রিয়া গুছাইত, মণিমালা মাল, সঙ্গিতা ভুঁইয়া, রাখী ওঝা, সুব্রত ভট্টাচার্য প্রত্যেকে এক রকম রীতিমতো উল্লসিত গ্রামের সমীক্ষা করে। ওঁদের কথায়, অনেক অজানা তথ্য পেলাম আজ । গ্রামবাংলার ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস একত্রে তুলে আনতে আগামী দিনেও আমরা এভাবে গ্রামে ঘুড়ে বেড়াব। গ্রামের অন্তর অন্বেষণ এর মধ্য দিয়ে ছেঁকে তুলে আনবো ইতিহাসকেই ।