চলছে মেরামতের কাজ, তাই নিত্যযাত্রীদের সমস্যা বেড়েছে এনজিপিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : গত ছয় মাস ধরে চলছে এনজিপি স্টেশনে আধুনিক করনের কাজ তাই সমস্যা বেড়েছে নিত্যযাত্রীদের। যাত্রীদের অভিযোগ স্টেশনে গিয়ে পৌঁছালে ঠিকমতো খুঁজে পাওয়া যায় না টিকিটের কাউন্টার পাওয়া যায় না পানীয় জলের কল,এছাড়াও স্টেশন থেকে নেমে যাত্রীরা খুঁজে পান না ওয়েটিং রুম, এই বিষয়ে এনজিপি স্টেশনের ডিআরএমকে জিজ্ঞাসা করলে তিনি জানান এনজিপি স্টেশন কে পুরো আধুনিকতার মোড়কে মুড়ে দেওয়া হবে তাই সমস্যাটা একটু থাকবেই তবে সমস্যাটা এতদিন ধরে থাকবে সেটাই বুঝতে পারেননি তারাও।

এদিকে এনজিপি স্টেশন উত্তর-পূর্ব ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন, এই স্টেশনে দাঁড়ায় ভারতের অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ট্রেন, তাই আধুনিকীকরণে মোড়কের ছাপ লাগাতে গিয়ে নিত্যযাত্রীদের রোজ সমস্যা তৈরি হচ্ছে তা ঠিক নয় বলে জানান ডিআরএম, এনজিপি স্টেশন বর্তমানে মেরামতীকরণের কাজে ব্যস্ত তাই রিক্সা টোটো এবং ট্যাক্সি থেকে নেমে যাত্রীদের নিত্যদিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এরপর বর্ষাকাল আসলে আর উপায় নেই তাই স্টেশনে নেমেই যাত্রীদের প্রধান জিজ্ঞাসা কবে ঠিক হবে এনজিপি স্টেশন, এই প্রশ্নটা এখন ১ থেকে ১০০ এবং ১০০ থেকে হাজার লোকের মুখোমুখি। যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে এনজিপি স্টেশন ততদিন পর্যন্ত সমস্যা বাড়বে বই কমবে না, আর এটা যাত্রীরা বিলক্ষণ জানেন। ডিআরএম আরো জানান সুবিধা পেতে গেলে অসুবিধার মধ্য দিয়েই যেতে হবে, তাই একটু সময় লাগছে। ধৈর্য ধরুন এনজিপি স্টেশনকে আবার নতুন ভাবে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *